ইসরাইলি বাধায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে পশ্চিম তীরের রামাল্লায় আরব মন্ত্রীদের সম্মেলন আপাতত হচ্ছে না। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, ওই সম্মেলনে জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীদের উপস্থিত থাকার কথা ছিলো।
ইসরাইলি এক কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, মন্ত্রীরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে এক ‘উসকানিমূলক সভায়’ যোগ দিবেন। যা ইসরাইল কখনো মেনে নিবে না।
তিনি আরও বলেন, ওই রকমের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তা হবে ইসরাইলের মূল ভূখণ্ডে একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন পদক্ষেপকে দেশটি কখনো সমর্থন করবে না।
তবে ফিলিস্তিন কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, রামাল্লায় বৈঠক হবে কি না সে বিষয়টি আলোচনাধীন।
এনএস/