আবারও পেট্রোল, অকটেন, ডিজেলের দাম কমিয়েছে সরকার। তবে কেরোসিনের দাম বাড়ানো হয়েছে প্রতি লিটারে ১০ টাকা।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ ও ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, কোরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের নতুন দাম আগামী ১ জুন থেকে কার্যকর করা হবে।
প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করে জ্বালানি বিভাগ।
আই/এ