বাংলাদেশের প্রখ্যাত চিত্র সম্পাদক এবং আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মুজিবুর রহমান দুলু। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুজিবুর রহমান দুলুর বয়স হয়েছিল ৭৩ বছর। চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। প্রায় তিন সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন। এর আগে একদিন বিছানায় পড়ে গিয়ে কোমরের ব্যথায় আক্রান্ত হন এবং এরপর হাঁটাচলার ক্ষমতা হারান।
আজ রোববার (০২ মে) বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ‘নয়ন মনি’ চলচ্চিত্র দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন এবং ‘সুজন সখী’, ‘মিন্টু আমার নাম’, ‘অভাগী’, ‘নাত বৌ’, ‘ভাত দে’, ‘তিন কন্যা’, ‘ভেজা চোখ’, ‘সত্যমিথ্যা’, ‘পিতা মাতা সন্তান’, ‘বাংলার বধূ’, ‘মেঘলা আকাশ’, ‘নাগর দোলা’, ‘৭১ এর মা জননী’সহ প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে চিত্র সম্পাদনার কাজ করেছেন। মুজিবুর রহমান দুলুর চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য চিরকাল স্মরণীয় থাকবেন।
এসকে//