সুনামগঞ্জের শাল্লার কালীয়াকোটা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) উপজেলার কালীয়াকোটা হাওরের মির্জাপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে একজন মারা গেছে বলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সেলিম মিয়া হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহত সেলিমের বড় ভাই জমিরুল ইসলাম বলেন, সেলিম সকালে হাওরে মাছ ধরতে গিয়েছিল। এ সময় সময় বৃষ্টি ও বজ্রপাত হলে তিনি মারা যায়।
এমএ//