বিনোদন জগতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার বড় পর্দায় হাজির হচ্ছেন এক ভিন্ন চরিত্রে। যাত্রাপালার নায়িকা হিসেবে তাকে দেখা যাবে আসিফ ইসলাম পরিচালিত নতুন সিনেমা ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এ। সিনেমার জন্য ৯ কেজি ওজন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা চরিত্রের অংশ হিসেবে বেশ গুরুত্বপূর্ণ।
চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে শুটিং শুরু হয়েছিল। শুটিংয়ে অংশ নেয়া প্রায় সবাই যাত্রা শিল্পী ছিলেন। তবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। সিনেমায় তিনি প্রিন্সেস চরিত্রে অভিনয় করেছেন এবং এই চরিত্রটি ফুটিয়ে তুলতে তার শরীরের গঠনেও পরিবর্তন আনা প্রয়োজন ছিল।
ভাবনা জানিয়েছেন, এই চরিত্রের জন্য তার মনে হচ্ছিল ওজন বাড়ানোই হবে সঠিক সিদ্ধান্ত। যদি ওজন না বাড়াতো তাহলে চরিত্রটিকে পূর্ণতা দিতে পারতেন না। নির্মাতার সঙ্গে আলোচনা করেই তিনি ৯ কেজি ওজন বাড়ানোর সিদ্ধান্ত নেন।
পরিচালক আসিফ ইসলাম জানান, ‘নির্বাণ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পরিচিতি পেয়েছেন তিনি। যাত্রার প্রতি তার আগ্রহ দীর্ঘকালীন। শৈশবে তিনি প্রায়ই যাত্রাপালা দেখতেন এবং যাত্রার উজ্জ্বল আলো, সঙ্গীত ও অভিনব সাজসজ্জা তার মনে গভীর ছাপ ফেলেছিল। সেই শৈশবের স্মৃতিতেই তিনি এই সিনেমার কাহিনী রচনা করেছেন এবং যাত্রার ঐতিহ্য ও চিত্র তুলে ধরতে চেয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে মানুষ আর যাত্রাপালা দেখতে যায় না। কিন্তু যাত্রা নিয়ে গল্প বলার জন্য আমি বহুদিন অপেক্ষা করছিলাম। ২০১৮ সালে নবাব সিরাজউদ্দৌলা যাত্রাটি দেখে মনে হলো, যাত্রার চিত্র বদলে গেছে। দর্শক এখন কিছু ভিন্নধর্মী কিছু দেখতে চায় সেই ধারণা থেকেই সিনেমাটি নির্মাণ করেছি।
ভাবনা এবং আসিফ ইসলাম দু’জনেই আশা করছেন, ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে এবং এই সিনেমা যাত্রার প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে উঠবে।
এসকে//