তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই হারের পর হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ রোববার শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর মাঝে চূড়ান্ত হয়েছে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সময়সূচিও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রাথমিক সূচি তৈরি করে ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পরিকল্পনা অনুযায়ী সিরিজটি খেলতে, আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।