গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবন থেকে এস এম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন। সৈনিক সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে বদলি হন।
রোববার (১ জুন) ভোর ৫টা ১০ মিনিটে জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেইট সংলগ্ন সৈনিক ব্যারাকে সৈনিক/১২৩৪৫৩৮ এস এম সৌরভ হোসেন কনস্ট্রাকশনের বাঁশের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- সৈনিক সৌরভ অনলাইনে জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে মানসিক অশান্তিতে ছিলেন। রোববার ল্যান্স কর্পোরাল ইয়াসির আরাফাতের মোবাইল চার্জার পয়েন্ট থেকে গোপনে মোবাইল নিয়ে সেখানে থাকা ১৪ হাজার টাকা সৈনিক সৌরভ মোবাইলে বেটিং সাইটে ডিপোজিট করেন। টাকা ডিপোজিট করার পর মোবাইলটি চার্জার পয়েন্টে রাখতে গিয়ে ল্যান্স কর্পোরাল ইয়াসির আরাফাত টের পেয়ে সৈনিক সৌরভকে ধরে ফেলেন এবং লোকজনদেরকে ডাকাডাকি করেন। পরবর্তীতে সৌরভকে শাস্তি হিসেবে নজরবন্দি হিসেবে রাখা হয়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ভোরে সৈনিক সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে, গার্ডের পাহারাদার তাকে গার্ড দিয়ে ওয়াশরুমে নিয়ে যান। পরবর্তীতে বেশ কিছুক্ষণ পরে প্রহরী সৈনিক সৌরভকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে দেখেন, সৈনিক সৌরভ ওয়াশরুমে নেই। এক পর্যায়ে গার্ড কমান্ডার ও প্রহরী দেখতে পান, টয়লেটের ভেতরে সানশেডের জানালা খোলা।
ওই জানালা দিয়ে ইউনিফর্ম, বুট পরা অবস্থায় সৈনিক সৌরভ (ব্যারাক) লাইনের তৃতীয় তলার পূর্ব পাশে সাইডের কনস্ট্রাকশনের বাঁশের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এসময় মরদেহের পাশে বিশেষ চিরকুট উদ্ধার করা হয়।
চিরকুটে আত্মহত্যার আগে সৌরভ তার নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেন বলে ওসি জানিয়েছেন।
আই/এ