দেশজুড়ে

আ.লীগ নেতাকে চাঁদা না দেয়ায় গাড়ির হেলপারকে অপহরণ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেয়ার ঘটনায় পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (০২ জুন) সকাল সাড়ে ৬টা থেকে প্রায় ৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ করে। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক। 

রোববার (০১ জুন) চাঁদা দাবি করে পরিবহন শ্রমিকদের মারধর করেন গাজীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মেম্বারের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ। এ ঘটনাকে কেন্দ্র করেই গাড়ির কাঁচ ভাঙচুর করে এক হেলপারকে অপহরণ করে নিয়ে যান তারা। বর্তমানে সেই হেলপার এখনও  নিখোঁজ।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের সহকর্মীকে উদ্ধার করার পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেই তারা সকাল সাড়ে ছয়টা থেকে মহাসড়ক অবরোধ করেছেন। পরে তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে আশ্বস্ত করায় তারা অবরোধ তুলে নিয়েছেন।

ওসি মো. আব্দুল বারিক জানান, আমরা অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করি এবং যান চলাচল পুনরায় চালু করি। অপরাধীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #হেল্পার অপহরণ