আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় একদিনে ৫২ জন নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক। এতে সেখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪৭০ জনে।

সোমবার (২ জুন)  বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫২টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৫০৩ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

চলতি বছরের ১৯ জানুয়ারি এক যুদ্ধবিরতিতে সম্মত হয় গাজা ও ইসরাইল পক্ষ। কিন্তু বিরতির দুই মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা চালায় ইসরাইলের আইডিএফ বাহিনী। দ্বিতীয় দফায় চলমান থাকা হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ১১ হাজার।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #ইসরাইল