বিনোদন

ব্ল্যাক-এ পারিশ্রমিক ছাড়া অভিনয়ের পেছনের কারণ জানালেন অমিতাভ

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের সর্বকালের সেরা অভিনেতাদের একজন অমিতাভ বচ্চন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু ২০০৫ সালে ‘ব্ল্যাক’ সিনেমাটি ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমার জন্য বিগ বি যে কোনও পারিশ্রমিক গ্রহণ করেননি,যা অনেকের কাছেই সেটি আশ্চর্যের ছিল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?

সম্প্রতি অমিতাভ নিজেই গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সঞ্জয় লীলা বানসালির কাজের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা ছিল। তার সিনেমার অংশ হতে পারা ছিল আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার। আমি শুধু চাইছিলাম এই গল্পের অংশ হতে। পারিশ্রমিকের কোন গুরুত্ব ছিল না তখন।

‘ব্ল্যাক’ শুধু বক্স অফিসে বিপুল সাফল্যই অর্জন করেনি বরং, সমালোচকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা পায়। ২০০৫ সালে টাইম (ইউরোপ) এর সেরা দশ সিনেমার তালিকায় এই সিনেমাটি জায়গা করে নেয়। আরও মজার ব্যাপার হলো সিনেমাটি ৫৭টি পুরস্কার জিতেছিল, যা এর শিল্পগুণ কতটা উচ্চমানের ছিল তা প্রমাণ করে। 

উল্লেখ্য, মাত্র ২২ কোটি টাকা বাজেটে নির্মিত ‘ব্ল্যাক’ সিনেমাটি বক্স অফিসে ৬৬ কোটি টাকা আয় করেছিল, যা ওই সময়ে বিশাল সফলতার দুয়ার খুলে দিয়েছিল।  

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #অমিতাভ বচ্চন #ব্ল্যাক