আরাফাতের দিন প্রচণ্ড গরমের প্রেক্ষাপটে হজযাত্রীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁবুর ভেতর অবস্থান করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। তিনি জানান, এই সময়টিতে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, যা শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের জন্য।
তিনি আরও সতর্ক করে বলেন, এলোমেলোভাবে দলবদ্ধভাবে চলাফেরা করলে জনস্রোতের স্বাভাবিক গতি ব্যাহত হতে পারে, যার ফলে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। হজের পবিত্রতা ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে নিয়ম মেনে ও শৃঙ্খলার সঙ্গে চলার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় রোববার শেষ হওয়া ৪৯তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের ফাঁকে বিভিন্ন দেশের হজ মিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী আল-রাবিয়াহ।
তিনি বলেন, পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের চলাচলে নির্ধারিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার ক্ষেত্রে হেঁটে না গিয়ে নির্ধারিত পরিবহন ব্যবহারের ওপর জোর দেন তিনি। জনস্রোতের গতি সুশৃঙ্খল রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত গমন-আগত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আল-রাবিয়াহ বলেন, ‘নুসুক কার্ড’ এখন গ্র্যান্ড মসজিদ, পবিত্র স্থান বা গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলক। হজের প্রতিটি রীতি সঠিকভাবে পালনে ও যেকোনো অনিয়ম প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হাতিয়ার হয়ে উঠেছে।
তিনি আরও জানান, এবারের হজ মৌসুমে অনুমতিপত্র যাচাইয়ের কাজ জোরদার করা হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদ ও পূর্ণাঙ্গ হজ অভিজ্ঞতা লাভ করতে পারেন। এ লক্ষ্যে কঠোর সংগঠন ও নিয়মনীতি অনুসরণ করা হবে, যা হজের পবিত্রতা ও মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
এসি//