ধর্ম

আরাফার দিন যে দোয়া পড়তে বলেছেন রাসুল (সা.)

বায়ান্ন প্রতিবেদন

হিজরি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজ—ইসলামের দৃষ্টিতে এক মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ সময়। এই মাসের ৯ তারিখটি পরিচিত ইয়াওমুল আরাফা নামে, যা হজের মূল পর্ব হিসেবে বিবেচিত হয়। দিনটি শুধু হজ পালনকারীদের জন্য নয়, বরং সারা বিশ্বের মুসলমানদের জন্যই এক অফুরন্ত ফজিলতের বারতা নিয়ে আসে।

এই পবিত্র দিনে আরাফাতের ময়দানে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লক্ষাধিক হজযাত্রী সাদা এহরামে মোড়ানো অবস্থায় একত্রিত হন। মরুর নির্জন প্রান্তরে দাঁড়িয়ে তাঁরা মহান আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চান। তাওবার সুরে মুখরিত হয়ে ওঠে গোটা আরাফা। বেজে ওঠে হাজারো কণ্ঠে একটাই ধ্বনি—

"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক..."

আরাফার দিন আল্লাহর রহমতের দরজা খুলে যায় দিগন্তব্যাপী। অসংখ্য পাপী বান্দা এই দিনে পান ক্ষমার সুসংবাদ। হাদিস শরিফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন—

“আরাফার দিনের মতো অন্য কোনো দিন জাহান্নাম থেকে এত বিপুলসংখ্যক মানুষকে মুক্তি দেওয়া হয় না।”

এই দিন আল্লাহ স্বয়ং দুনিয়ার সবচেয়ে নিকটে এসে ফেরেশতাদের সামনে গর্ব করেন তার বান্দাদের নিয়ে। তিনি বলেন, “দেখো তো, আমার বান্দারা কী চায়?”

আত্মশুদ্ধি, ক্ষমা, রহমত ও মুক্তির এই মহাসুযোগ শুধু হজযাত্রীদের জন্য নয়—বরং বিশ্বের প্রতিটি মুসলমানের জন্যই এটি তাওবা ও ফিরে আসার দিন।

হাদিস শরিফে আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া। আর দোয়া হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন।

দোয়াটি হলো:

“ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাই’ইন কাদির।”

অর্থাৎ, “আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। তিনি অদ্বিতীয়, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।

এই মহিমান্বিত দিনে দোয়া, রোজা ও ইবাদতের মাধ্যমে একেকজন বান্দা আল্লাহর সীমাহীন রহমত ও ক্ষমা লাভে ধন্য হওয়ার সুযোগ পান। আরাফার দিন তাই শুধু একটি তারিখ নয়—এ এক অদ্বিতীয় আত্মশুদ্ধির আহ্বান, ক্ষমাপ্রাপ্তির আশ্রয় আর প্রভুর সান্নিধ্য পাওয়ার অপূর্ব দরজা।

এই দিন যেন এক মহাপবিত্র আলোকধারা, যার ছায়ায় দাঁড়ালে গোনাহ মুছে যায়, অন্তর পবিত্র হয়ে ওঠে, আর হৃদয় আল্লাহর নৈকট্যে সিক্ত হয়।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাসুল (সা.) #হজ