বিএনপি

খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিলেন উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার (০৪ জুন) রাত নয়টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে এই কাগজ তুলে দেন। 

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস জানিয়েছেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গিয়েছিলেন। তারা প্রায় আধ ঘন্টা সেখানে ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন। তবে এটা কিসের কাগজ, তা তিনি জানেন না।১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওই বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন সরকার। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই। এছাড়াও ঢাকা সেনানিবাসে খালেদা জিয়াকে আরেকটি বাড়ি জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে। গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণেই আছে। তবে তাঁর নামে নামজারি করা ছিল না।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির প্রক্রিয়া আগেই শেষ করেছে সরকার। তবে আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে দিতে চেয়েছে সরকার। কিন্তু খালেদা জিয়ার শারিরীক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বেগম খালেদা জিয়া #গুলশানের বাড়ি #বিএনপি