দেশজুড়ে

খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার পথে ‘কালো মানিক’

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র-ঈদ-উল-আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে প্রায় ৩৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছেন পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকঢোল পিটিয়ে মির্জাগঞ্জ উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করেন তিনি।

রঙিন কাগজে সাজিয়ে তিনটি ভাড়া করা ট্রাকের একটিতে কালো মানিককে ফুলের মালা পরানো হয়েছে। আরো দুটি ট্রাকের একটিতে বিশেষ পোশাকে বাদক দল, আরেকটি ট্রাকে সোহাগের সফরসঙ্গী ২৫ থেকে ৩০ জন যুবক এবং তাঁর ছোট ছেলে জিসানকে নিয়ে রওয়ানা হয়েছেন তিনি।

কৃষক সোহাগ মৃধার ইউনিয়ন বিএনপির কর্মী। ৬ বছর ধরে পরিবারের সবাই মিলে সন্তানের মতো লালন-পালন করেছেন ষাঁড়টি। কুচকুচে কালো রঙের ষাঁড়টিকে সবাই ‘কালো মানিক’ বলে ডাকেন।

১ লাখ ৩৭ হাজার টাকায় ২০১৮ সালের শেষের দিকে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভি কেনেন সোহাগ মৃধা। এক সপ্তাহের মধ্যে গাভিটি একটি বাছুরের জন্ম দেয়। পরে গাভিটি স্থানীয় বাজারে বিক্রি করে দেন। বাছুরটিকে ভুসি, খৈল, সবুজ ঘাস, খড়কুটা খাইয়ে পরিবারের সদস্যরা মিলে ছয় বছর ধরে লালন-পালন করেন। ১০ ফুট লম্বা ৫ ফুট ৪ ইঞ্চি উচু কালো মানিক। ওজন প্রায় ১৪’শ কেজি। 

সোহাগ মৃধা গণমাধ্যমে জানিয়েছেন, আবেগ থেকে প্রিয় নেত্রীকে প্রিয় কালো মানিককে উপহার দিতে চান। আর কিছুই চান না। লাভ-লোকসানের বিষয় তিনি ভাবেন না। 

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘সোহাগ বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। বাড়িতে তার মা, স্ত্রী ও দুটি শিশুসন্তান আছে। 

সোহাগের মা হাজেরা বেগম আশা করছেন, খালেদা জিয়া উপহারটি গ্রহণ করবেন। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া #পটুয়াখালী #কালো মানিক