জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এপিলে নির্বাচনে আপত্তি নেই। জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্যসচিব আখতার হোসেন।
শুক্রবার (০৬ জুন) আখতার হোসেন গণমাধ্যমকে জানান, আমরা প্রত্যাশা ছিলো জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে ঘোষণা আসবে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলেছেন। যদি এই সময়কালের মধ্যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।
এমএ//