গাজার খান ইউনুস এলাকায় একটি ভবনে বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনাবাহিনীর আরও ৫ সদস্য।
ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাতে শুক্রবার সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত চার সেনার মধ্যে দুইজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন -- ম্যগলান কমান্ড ইউনিটের সার্জেন্ট মেজর চেন গ্রস ও ইয়ালাম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের স্টাফ সার্জেন্ট ইয়োভ র্যাভার। বাকি দুইজনের নাম পরে প্রকাশ করা হবে বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
আইডিএফের প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, সেনারা একটি ভবনে থাকা সন্ত্রাসীদের আস্তানা সরাতে গেলে বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৪ সেনা নিহত হওয়ার পাশাপাশি ৫ জন আহত হয়েছেন।
এনএস/