গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের ৫টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সোমবার (৯ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমকে বলেন, সোমবার দুপুর সোয়া ১টার দিকে আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফারার সার্ভিসের এই উপসহকারী পরিচালক।
এমএ//