জাতীয়

আরও ৪২ অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি অনুসরণ করে বাংলাদেশের আরও ৪২ জন অবৈধ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। রোববার (৮ জুন) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্পেশাল ফ্লাইটের মাধ্যমে এসব বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসেন।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গেল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে স্পেশাল ফ্লাইট (OAE-3331) করে ৪২ বাংলাদেশি ঢাকা পৌঁছান। 

এর মধ্যে ২৪ জনের সব নথিপত্র সঠিক ছিল। তাই তারা দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বাড়ি ফিরে যান। তবে বাকি ১৮ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কিছুটা সময় বিমানবন্দরে আটকা পড়ে থাকতে হয় তাদের। পরে বাংলাদেশ দূতাবাস ও ইমিগ্রেশন পুলিশ একত্রে আলোচনা করে এবং জিডি করার পর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয় তাদের। এতে ওই ১৮ জনের বিমানবন্দর ত্যাগ করতে প্রায় রাত ১০ টা বেজে যায়। 

প্রসঙ্গত, এটি নতুন কিছু নয়। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার বাংলাদেশসহ বিভিন্ন দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বশেষ, গ্রিফন এয়ার (জিআরপি-২৬) এর ফ্লাইটে ৫ জন বাংলাদেশিকেও দেশে ফেরত পাঠানো হয়েছিল। 

এসকে//  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #অবৈধ নাগরিক