স্বাস্থ্য

দেশে বাড়ছে করোনার প্রকোপ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫

ছবি: ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৪১ জনের করোনা নমুনা পরীক্ষা করে পরীক্ষায় তিনজনের দেহে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সোমবার (০৯ জুন) করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পাঁচজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সবাই সকলেই ঢাকার বাসিন্দা। এছাড়া করোনা শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গেল একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০ লাখ ১৯ হাজার ৩৭৬ জন করোনা থেকে সুস্থ হয়েছে। 

এছাড়া প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশে ২৯ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। তবে গেল ২৪ ঘণ্টায় দেশের করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #করোনা #করোনা ভাইরাস #কোভিড ১৯