দেশজুড়ে

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

পাবনার বেড়া উপজেলার যমুনা নদীতে ঈদের ছুটিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে উৎসব কর্মকার (১৫) নামের এক স্কুলছাত্র।

সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। যমুনা নদীর স্রোতের পাকে তলিয়ে নিখোঁজ হন তিনি।

উৎসব কর্মকার বেড়া উপজেলার নতুন পেঁচাকোলা গ্রামের বাসিন্দা উত্তম কর্মকারের ছেলে। সে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করলেও ঈদের ছুটিতে গ্রামে এসেছিল। দুপুরে মায়ের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামলে আচমকাই প্রবল স্রোতে ডুবে যায় উৎসব।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়ার পর স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।

কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জিয়াউল শেখ জানিয়েছেন, খবর পাওয়ার পর ডুবুরি দল দুপুর থেকেই উদ্ধারে কাজ শুরু করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত উৎসবকে খুঁজে পাওয়া যায়নি। 

কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান গণমাধ্যমকে জানান, নদীতে প্রবল স্রোত আছে। তাই তাঁকে আশপাশে খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। আপাতত উদ্ধার অভিযান স্থগিত হলেও পরে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #যমুনা নদী #নদীতে নিখোঁজ