ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান বাহিনীর চলমান হামলায় আরও ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৮৮ জন।
সোমবার (০৯ জুন) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের হামলাসহ গাজায় ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৭ জনে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ২৬ হাজার ২৭ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে হামাস যোদ্ধারা। এরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় সামরিক অভিযান শুরু করে।
টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা এই অভিযানের মধ্যে গেল ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চাপে যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির দু'মাস পার না হতেই ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় আবারও অভিযান শুরু করে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার এই হামলায় গেল আড়াই মাসে ৪ হাজার ৬৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৪ হাজার ৫৭৪ জন।
এসকে//