খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিকোলাস পুরান

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার যেন একধরনের প্রতিযোগিতা চলছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনকে দেখা গেল অবসর নিতে। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল অবশ্য অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে।

মঙ্গলবার (১০ জুন) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটার নিকোলাস পুরান।

পুরান এক ইন্সটাগ্রাম বার্তায় লিখেছেন, ‘মেরুন জার্সি গায়ে জড়ানো, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা, আর মাঠে নামলে প্রতিবার নিজের সবটুকু উজাড় করে দেওয়া... এসব আমার কাছে আসলে কতটা গুরুত্ব বহন করে, তা শব্দে প্রকাশ করা খুব কঠিন। দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক অসাধারণ গৌরব, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করব। আমার ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায় শেষ হয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই ম্লান হবে না।

টি-টোয়েন্টি ক্রিকেটে পুরান দুর্দান্ত সময় পার করছিলেন। উইন্ডিজদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি। ২০২২ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন।

পুরান ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটই খেলেছেন শুধু। তার খেলা ৬১ ওয়ানডে ম্যাচের সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে।

কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে লক্ষ্ণৌ জায়ান্টসের হয়ে খেলেন পুরান। যেখানে সংগ্রহ করেছেন ৫০০ রান, খেলেছেন ৪০ টি ছক্কা।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নিকোলাস পুরান