খেলাধুলা

বড় দুই নাম বাদ রেখে উইন্ডিজদের টি-টোয়েন্টি দল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ণ নামের মধ্যে শাই হোপ ও শার্ফেন রাদারফোর্ডকে বাদ দিয়েই এই দল দিয়েছে তারা। হোপ ও রাদারফোর্ড দুজনেই অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকবেন।

১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল। ফর্মে থাকা ব্যাটার কেসি কার্টি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি। অভিজ্ঞ ব্যাটার জনসন চার্লস ফিরেছেন, সম্প্রতি চোটের কারণে সিরিজ মিস করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর রাখতে চান। সে অনুযায়ী স্কোয়াড গঠন হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কার্টির কথা আলাদাভাবে বলেন স্যামি, ‘সে আমাদের দেখিয়েছে, এই সংস্করণে ভালো করতে পারে। এমনকি বাংলাদেশের সাথে যখন খেলছে, যে দলকে আমরা একেবারে সহজ ধরে নিতে পারি না।

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রতিটি ম্যাচ সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে।

 

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

এ সম্পর্কিত আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজ | স্কোয়াড | টি-টোয়েন্টি | কেসি কার্টি