সাধারণত ব্রিটিশ এয়ারওয়েজ মানেই নির্ভরতা, ভদ্রতা আর কর্পোরেট পরিপাটির প্রতিচ্ছবি। কিন্তু ১ জুনের এক ফ্লাইটে যা ঘটল, তাতে যাত্রীরা নয়, নিজেই নিজের কর্মীর জন্য হিমশিম খেয়ে গেল সংস্থা! কারণ, মাঝ আকাশে দায়িত্ব ভুলে সম্পূর্ণ নগ্ন হয়ে বাথরুমে উদ্দাম নাচতে দেখা গেল এক পুরুষ কেবিন ক্রুকে!
ঘটনাটি ঘটেছে সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া একটি আন্তর্জাতিক ফ্লাইটে। উড়োজাহাজটি যখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ৩৭,০০০ ফুট উচ্চতায় উড়ছিল, তখন হঠাৎ করেই শুরু হয় কেবিন ক্রুদের মধ্যে আলোড়ন। একজন পুরুষ কেবিন ক্রু সময়মতো দায়িত্বে হাজির না হওয়ায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন।
তখনই এক অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হন সবাই। বিমানের বাথরুমে তাকে পাওয়া যায় সম্পূর্ণ নগ্ন অবস্থায়, যেখানে তিনি দিগ্বিদিকশূন্যভাবে নাচছিলেন। সহকর্মীরা প্রথমে হতবাক হলেও পরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একজন জানান, “আমার মনে হয়, সে হয়তো কোনও ট্যাবলেট খেয়েছিল। কিন্তু মাঝ আকাশে এইরকম কাণ্ড! আমরা তো চুপ করে দাঁড়িয়ে ছিলাম, বিশ্বাসই হচ্ছিল না।”
পরে নগ্ন কর্মীকে ঢেকে দেয়ার জন্য তার দিকে ছুঁড়ে দেওয়া হয় ফার্স্ট ক্লাসের পায়জামা, এবং তাকে ফার্স্ট ক্লাস কেবিনে নিয়ে গিয়ে বাকি সাড়ে দশ ঘণ্টার জন্য সেখানেই রেখে দেওয়া হয়।
বিমান হিথরোতে নামার পর সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয় এবং হুইলচেয়ারে করে বিমান থেকে বের করে আনা হয়। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।
ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই কর্মীকে কাজে ফিরতে দেওয়া হবে না।
এ ঘটনাই প্রথম নয়। এর আগেও ব্রিটিশ এয়ারওয়েজের ২১ বছর বয়সী এক কেবিন ক্রু, শার্লট মে লি, বিতর্কে জড়িয়েছিলেন শ্রীলঙ্কায়। অভিযোগ, তিনি ১.২ মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা পাচার করছিলেন। ব্যাঙ্কক থেকে কলম্বো যাওয়ার পথে গত ১১ মে বন্দরনায়েকে বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি আদালতের বিচারাধীন অবস্থায় আছেন।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
এসি//