মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকধারী সন্ত্রাসী হামলায় অন্তত ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানান, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন।
অস্ট্রিয়ান সংবাদমাধ্যম ক্রোনেন জেইতুং জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় প্রথম হামলার খবর শোনা যায়। স্কুলটির দুইটি ক্লাসরুমে হামলা চালানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বেশকিছু মানুষ হতাহত হয়েছে। তবে, নির্দিষ্ট কোনও সংখ্যা জানানো হয়নি।
স্থানীয় প্রশাসন এক ‘এক্স’ পোস্টে জানিয়েছেন, ‘আর কোনও বিপদের আশঙ্কা নেই।‘
অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, গ্রাজে স্কুলে বন্দুক হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অভিযান চলছে এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তারা এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।
এমএ//