আবহাওয়া

রাত ৯টার মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি

ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি। মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, ঢাকা, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে (একাধিকবার) মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক ফেসবুকের পোস্টে বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি জেলার কিছু স্থানে রাত ৮টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের সবশেষে পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা #আবহাওয়া #বৃষ্টি #পূর্বাভাস