বিনোদন

ঢাকার রাস্তায় আবারও ছেলে জয়ের সঙ্গে অপু-শাকিব

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

শাকিব খান এর নতুন সিনেমা ‘তাণ্ডব’ বর্তমানে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে চলমান। ঈদের দিন থেকে সিনেমাটির প্রদর্শন শুরু হওয়ার পর দর্শকদের উপচে পড়া ভিড় চলছে। টিকিটের জন্য মানুষের হাহাকার এবং রাত ১২টার পরও বিশেষ শো আয়োজনের খবর পাওয়া যাচ্ছে।

তবে সিনেমার সাফল্যের মাঝেও শাকিব খানের উপস্থিতি ছিল বেশ অনন্য। সাধারণত সিনেমা মুক্তির পর তিনি প্রেক্ষাগৃহে উপস্থিত হন না। বরং ঈদের সময় তিনি নিজের পরিবারকে বেশি গুরুত্ব দেন। এবারের ঈদে তিনি সন্তান আব্রাহাম খান জয় এবং তার মা অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। 

সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে, যেখানে শাকিব খান, অপু বিশ্বাস এবং তাদের সন্তান আব্রাহাম একসঙ্গে একটি গাড়িতে উঠতে দেখা যায়। ভিডিওটিতে তারা একই ধরনের মাস্ক পরে গাড়িতে ওঠেন, যা ভক্তদের মধ্যে নানা প্রশ্ন জর্জরিত করেছে। তাদেরকে একসঙ্গে দেখে আবারও শোনা যাচ্ছে সম্পর্কের গুঞ্জন।

জানা গেছে, শাকিব এবং অপু বিশ্বাস একসঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে তাদের ছেলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন। কেনাকাটার পর তারা একসঙ্গে বাসায় ফিরেছিলেন। ভিডিওতে শাকিব যে গাড়িতে উঠেছিলেন, সেটি অপু বিশ্বাসের গাড়ি ছিল। 

বিভিন্ন সূত্র আরও জানিয়েছে, শাকিব খান এবং অপু বিশ্বাসের পারিবারিক সম্পর্ক এখন অনেক ভালো। শাকিবের মা-বাবা এবং বোনের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হলেও অপু বিশ্বাসের বাসায় শাকিব সাধারণত যান না তবে অপু বিশ্বাস শাকিবের বাসায় নিয়মিত যাতায়াত করেন। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারেও অপু বিশ্বাস উল্লেখ করেছেন, শাকিবের পরিবারের সঙ্গে তার সম্পর্ক বর্তমানে সুসম্পর্কের মধ্যে রয়েছে।

২০২২ সালে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, আমি যেমন আমার সন্তানদের সঙ্গে দেখা করি, তাদের মায়ের সঙ্গেও দেখা করা স্বাভাবিক। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, অপু এবং বুবলী দুজনেই আমার কাছে অতীত। তাদের সঙ্গে সম্পর্ক পুনরায় হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু তারা আমার সন্তানদের মা, তাদের প্রতি সম্মান এবং সম্পর্ক বজায় রাখব।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #অপু বিশ্বাস #শাকিব খান