খেলাধুলা

বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ২০২৬ নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। বুধবার (১১ জুন) প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করেছে সেলেসাওরা। এই জয়ের সুবাদে বিশ্বকাপ খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই দলটির। ব্রাজিলের হাতে এখনো দুই ম্যাচ বাকি রয়ে গেছে।

ব্রাজিল পুরো ম্যাচেই প্রতিপক্ষকে ব্যস্ত রেখেছে। পরিসংখ্যান বলে ১১ টি শট নিয়েছে তারা, যারমধ্যে ৪ টি লক্ষ্যে ছিল। আর প্যারাগুয়ে কেবল ৫ টি শট নিয়েছে।

প্রথমার্ধের ৪৪তম মিনিটে কুনহার অ্যাসিস্টে ব্রাজিলের পক্ষে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতির পরও দারুণ প্রতাপ দেখিয়ে খেলেছে সেলেসাওরা। ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে একাধিকবার। তা অবশ্য হয়নি শেষপর্যন্ত।

এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল।

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাজিল #কলম্বিয়া