নেত্রকোনায় ইভটিজিংয়ের প্রতিবাদে সংঘবদ্ধ একটি দলের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (১০ জুন) কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আনিছুর রহমান (৪৩)। তিনি ওই একই গ্রামের চান মিয়া ফকিরের ছেলে। অনাদিকে, আহতরা হলেন সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২),সম্রাট (৫৫) ও খদেজা (৩২)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ধনাচাপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির সামনে কয়েকজন নারী সদস্য অবস্থান করছিলেন। এসময় ওই এলাকার দুই যুবক আমিন (২৪) ও সজিব (৩০) সহ আরও কয়েকজন অশ্লীল মন্তব্য করে এবং গান গেয়ে নারীদের প্রতি অসভ্য আচরণ করে। নারীরা প্রতিবাদ করলে স্থানীয়রা তাদের সেখান থেকে সরিয়ে দেন।
তবে এই ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই পরে আরও ভয়াবহ রূপ নেয়। মো. সিদ্দিক মিয়ার নেতৃত্বে সশস্ত্র কিছু দুষ্কৃতকারী সাইদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িঘর ভাঙচুর করে এবং নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে বেধড়ক মারধর করে। হামলায় ছয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমানের মৃত্যু ঘটে।
ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
এসকে//