খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব

প্রতিশোধ নেয়া হলো না আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচটিতে এক পর্যায়ে ১০ জন নিয়ে খেলেছে আকাশী-নীল দল। এই ড্র করতে বিশ্বচ্যাম্পিয়নদের বেশ বেগ পোহাতে হয়েছে।

বুধবার (১১ জুন) বাংলাদেশ সময় ভোরে বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি শুরু হয়।

গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ার কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। আজকের ম্যাচটি ছিল অনেকটাই প্রতিশোধের। অবশ্য সেটি আর প্রতিশোধ হিসেবে ধরা দেয়নি। 

অধিনায়ক লিওনেল মেসি শুরু থেকেই আজ একাদশে ছিলেন। বল দখল বা প্রতিপক্ষকে যতটা সম্ভব চাপে রেখেছিল আর্জেন্টিনা। ম্যাচের ২৪ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় দলটি।

বিরতির পর আর্জেন্টিনার আক্রমণভাগ সচেষ্ট হয়ে ওঠে। ম্যাচে ফেরার জন্য দেখা দেয় তীব্র আকাঙ্ক্ষা। ৬৩ ও ৬৮ মিনিটে আকাশী-নীলরা হতাশ হলেও, ৮১ মিনিটে গিয়ে দলকে সমতায় ফেরান থিয়াগো আলমাদা।

অবশ্য এর আগে আরও ঘটনা ঘটে গেছে। ম্যাচের ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ প্রতিপক্ষের মাথায় বুট দিয়ে আঘাত করার কারণে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ম্যাচের ৭৭ মিনিটে লিওনেল স্কালোনি মেসিকে তুলে নেন, বদলি হিসেবে নামেন এজেকিয়েল পালাসিওস।

কলম্বিয়া অবশ্য শেষপর্যন্ত যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু গোল আদায় করতে পারেনি। ফলে ম্যাচের ফলাফল ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #আর্জেটিনা #কলম্বিয়া