আবহাওয়া

তপ্ত বাতাসে হাঁসফাঁস জনজীবন, আরও ৩ দিন চলবে তাপপ্রবাহ

বায়ান্ন প্রতিবেদন

চারদিকে প্রখর রোদ, বাতাসে যেন আগুনের শ্বাস—তীব্র গরমে ক্লান্ত দেশের মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। এই ভয়াবহ গরমের মধ্যে ঢাকাসহ দেশের ৪৯ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা আরও অন্তত তিনদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ জুন) আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, দেশের উপর দিয়ে বয়ে চলা এই তাপপ্রবাহ এখনো থামার কোনো লক্ষণ নেই। মৌসুমি বায়ু এখনো দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি রয়েছে দুর্বল থেকে মাঝারি অবস্থায়। ফলে স্বাভাবিকের চেয়ে বেশি বেড়েছে তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীতে—৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সবচেয়ে কম তাপমাত্রা ছিল টাঙ্গাইলে—২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজধানী ঢাকায় মঙ্গলবার রাতে কিছুটা স্বস্তির বৃষ্টি হয়েছে—রেকর্ড করা হয়েছে ২৭ মিলিমিটার। এতে তাপমাত্রা কিছুটা কমলেও বুধবার ঢাকায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছেন বজলুর রশিদ।

তাই সামনের দিনগুলোতে তাপপ্রবাহ থেকে বাঁচতে সাবধানে চলাফেরা ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #রোদ #গরম