ধর্ম

হজের আনুষ্ঠানিকতা শেষ, হাজিদের সৌদি ছাড়ার নির্দেশ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা গেল বৃহস্পতিবার (০৫ জুন) আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে গেছে। এখন সৌদি আরব থেকে দেশে ফিরে আসতে শুরু করেছেন হাজিরা। এই পরিস্থিতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সকল হাজিকে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। 

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে। এমনকি ভবিষ্যতে হজ বা ওমরাহ ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। হজ ভিসা শুধুমাত্র হজ কার্যক্রমের জন্যই ব্যবহৃত হতে হবে এবং এর বাইরে অন্য কোনও উদ্দেশ্যে এটি ব্যবহার করা যাবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে দেশত্যাগ করা আইনি বাধ্যবাধকতা নয়, তবে এটি সৌদির হজ মৌসুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।

এদিকে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানায়, তারা তাদের সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্রবন্দরে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে হাজিদের সুশৃঙ্খলভাবে সৌদি আরব ত্যাগ নিশ্চিত করতে কাজ করছে। এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের বিদায় নিশ্চিত করতে চায় এবং তাদের যাত্রা প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #আনুষ্ঠানিকতা শেষ