জাতীয়

দেশে ফিরেছেন ৪ হাজারের বেশি হাজি

ছবি: সংগৃহীত

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৪ হাজারের বেশি হাজি। বুধবার মোট ১১টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। বুধবার (১১ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (১০ জুন) দিনাগত রাত ৩টা  পর্যন্ত দেশে পৌঁছেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৪১৯ হাজি, সৌদি এয়ারলাইনসে ১ হাজার ৫৫৭ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ২ হাজার ৪৩২ জন ও অন্যান্য এয়ারলাইন্সে ৪১৯ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা, মদিনায় ও আরাফায় মোট ২২ জন হাজি মারা গেছেন। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও দুইজন নারী। এর মধ্যে মক্কায় ১৪ জন এবং মদিনায় ৭ জন ও আরাফায় একজন মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

এর আগে গেল ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হাজিদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান। ১০ জুন থেকে শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #হজ যাত্রা