রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজীবন বহিষ্কার করেছে জেলা বিএনপি। বহিষ্কৃতরা হলেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক।
বুধবার (১১ জুন) রাজশাহী জেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
দলটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের স্বার্থ ও শৃঙ্খলা ক্ষুণ্ন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে পুঠিয়া উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে বিদ্যালয়ে যেতে দিচ্ছে না। এই বিষয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ পৌঁছায়। জেলা বিএনপি বিষয়টি আমলে নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। আনোয়ারুল তার জবাব দিলেও, তা সন্তোষজনক মনে করেনি দল। ফলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে, পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে গেল সোমবার (০৯ জুন) ইউপি সদস্য রফিকুল তার লোকজন নিয়ে পুঠিয়ার হাতিনাদা গ্রামের দুই সেনা সদস্যের বাড়িতে হামলা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার শিকার দুই সেনাসদস্যের একজনের বাবা স্থানীয় আওয়ামী লীগপন্থি। পরিবারটির অভিযোগ, সেই কারণে চাঁদা দাবি করা হচ্ছিল। এ ঘটনায় রফিকুলকে প্রধান আসামি করে থানায় মামলা হলেও, এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘দলীয় মূল্যবোধ লঙ্ঘন করায় এ দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।’
এমএ//