পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মা মেয়ে সহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক জন। বুধবার (১১ জুন )সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ মোশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম তার পরিবার নিয়ে কুষ্টিয়ার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মুন্নার মোড় এলাকায় রাস্তার পাশে লিচু কিনতে থামলে হঠাৎ পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই সুর্বনা, পূর্ণতা ও লিচু বিক্রেতা আনিছুরের মৃত্যু হয়।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এমএ//