ইরানের দক্ষিণে বুশেহর প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় বন্দর দেইরে কাভেহ পেট্রোক্যামিকেল কারখানার মিথানলের মজুতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রদেশের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান কৌরশ দেহঘানি বলেন, কারখানায় একটি নৌযান মেরামতের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন ইতোমধ্যে নিভিয়ে ফেলেছে। স্থানটিকে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। আশাকরি আর কোন ধরনের বিস্ফোরণের সম্মুখীন আমরা হব না।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হওয়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হতে দেখা যায়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২০০ হেক্টর বা ৪৯৪ একর জমির উপর নির্মিত রাসায়নিক কারখানাটি মিথানলের প্রধান উৎপাদক। যা থেকে বছরে ২৩ লাখ টন অত্যন্ত দাহ্য রাসায়নিক তৈরি হয়।
এনএস/