নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাজি হননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কথিত পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন।
ড. ইউনূসের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগ হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন যে, ব্রিটিশ সরকার তার প্রচেষ্টাকে সমর্থন জানাবে।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, স্টারমারের পক্ষ থেকে ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তবে তারা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, ড. ইউনূসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য ইতিমধ্যে বাংলাদেশের পাচার হওয়া অর্থ শনাক্তে কিছু সহায়তা দিচ্ছে।
ড. ইউনূস জানান, তার যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য ছিল ব্রিটেনের কাছ থেকে ‘আরও উদ্দীপনামূলক সমর্থন’ আদায় করা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সফর ড. ইউনূসের সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান এবং বৈদেশিক অবৈধ অর্থপ্রবাহের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সংকল্পকে তুলে ধরছে। তিনি মনে করেন, পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধার করতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে তা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এবং জনগণের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা বাড়বে।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন ইউনূসের সঙ্গে দেখা করতে রাজি হননি—সে বিষয়ে কোনও ব্যাখ্যা প্রতিবেদনে দেওয়া হয়নি।
এমএ//