ভারতের রাজধানী দিল্লি ভয়াবহ গরমে পুড়ছে। হিট ইনডেক্স ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় বুধবার (১১ জুন) কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করেছে।
বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, দিল্লি জুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ এবং এই পরিস্থিতি অন্তত ১৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শহরের বিভিন্ন এলাকায় প্রকৃত তাপমাত্রা ৪১ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে থাকলেও আর্দ্রতা ও বাতাসের কারণে অনুভূত গরম আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেলে রাজধানীর আয়ানগর এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় পালাম, রিজ, পিতমপুরা, লোদি রোড, ময়ূর বিহার এবং সফদরজং এলাকাতেও তাপমাত্রা ৪১ থেকে ৪৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের উচ্চ তাপমাত্রা মানবদেহের জন্য বিপজ্জনক হতে পারে। আইএমডি জানিয়েছে, স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা এখন ৩ থেকে ৪ ডিগ্রি বেশি। আগামী দিনগুলোতেও ৪৩-৪৫ ডিগ্রি তাপমাত্রা ও দমকা হাওয়া বজায় থাকতে পারে। তবে ১৩ জুনের পর পশ্চিম দিক থেকে একটি ঝড় আসতে পারে, যা হালকা বৃষ্টি ও বজ্রপাত এনে গরম কিছুটা প্রশমিত করতে পারে।
রেড অ্যালার্টের অর্থ হলো, জনগণকে অতিসতর্ক থাকতে হবে। বেশি পানি পান, রোদে যাওয়া এড়িয়ে চলা ও বিশেষ করে দুপুরে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।
এই গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু, বয়স্ক এবং যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। তাই সবাইকে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এমএ//