রাজনীতি

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বুধবার (১০ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা।

জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় চীন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী দেশটি।

এর আগেও জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর নেতাদের চীন সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার বিএনপি নেতাদের সেই ধারাবাহিকতায় আমন্ত্রণ জানানো হলো।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #রাজনীতি #চিন সফর