দেশজুড়ে

পার্কের ওয়াচ-টাওয়ার থেকে সুইমিংপুলে লাফ দিয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

জামালপুরে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে সুইমিংপুলে লাফ দিয়ে এক ছাত্রদল কর্মী মারা গেছে। নিহতের নাম ইমতিয়াজ হোসেন আকুল মিয়া (২২)। গেলো মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ি উপজেলার স্বপ্নিল পার্কে এ ঘটনা ঘটে।  

নিহত আকুল মিয়া সরিষাবাড়ি পৌর ছাত্রদলের কর্মী এবং সাতপোয়া গ্রামের বাসিন্দা সামছুল হকের ছেলে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান। 

পার্কের মালিক রহুল আমিন সেলিম জানান, তিনি মনে করেন আকুলের এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের ফল এবং এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য নিয়মের মধ্যে থাকা জরুরি ছিল।

আকুল মিয়ার বন্ধুরা জানান,তারা বন্ধুরা মিলে দুপুরের পর স্বপ্নিল পার্কে ঘুরতে যান। কিন্তু এক পর্যায়ে বন্ধুদের অজান্তে ওয়াচ-টাওয়ার থেকে সুইমিংপুলে লাফ দেন আকুল মিয়া। পরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পার্কের সুইমিংপুলে খোঁজ চালিয়ে পানিতে ডুবে থাকতে দেখেন আকুলকে। এরপর আকুলের বন্ধুরা দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান শোক প্রকাশ করে বলেন, আকুল মিয়া আমাদের একজন নিবেদিত কর্মী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। 

ওসি রাশেদুল জানান, ঘটনাটির বিষয়ে তারা দেড়িতে খবর পায়। তবে তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জামালপুর #ছাত্রদল কর্মী