বিনোদন

ফের একসঙ্গে পর্দায় আসছেন আমির খান ও জেনেলিয়া

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার ভাগ্নে ইমরান খান ও অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজাকে বলিউডে পরিচিত করিয়েছিলেন। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে ইমরান খানের অভিষেক ঘটেছিল। তবে সিনেমাটিতে জেনেলিয়া অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। 

এবার আমির ও জেনেলিয়া আবারও একসঙ্গে অভিনয় করছেন। তাদের নতুন সিনেমার নাম ‘সিতারে জমিন পার’, যা ২০ জুন মুক্তি পাবে। প্রায় ৩ বছর পর আমির খান সিনেমায় ফিরছেন এবং জেনেলিয়াও অনেক দিন পর পর্দায় ফিরছেন। 

এই সিনেমাটির গল্প সম্পর্কে জানা গেছে, এটি এক বাস্কেটবল কোচ এর গল্প। যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য একটি দল তৈরি করতে চায়। আর এই গল্পে অনেক ভালো ভালো ঘটনা ঘটবে, যা দর্শকদের খুবই প্রভাবিত করবে।

কিছু মানুষ সিনেমাটি বয়কটের কথা বললেও আমির খান এবং সিনেমার সহ-প্রযোজক অপর্ণা পুরোহিত দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটি মুক্তি দেবেন।

এছাড়া সিনেমার অভিনয়শিল্পীদের অভিনয়ও প্রশংসিত হচ্ছে। আমির খান ও জেনেলিয়া ছাড়াও নতুন অভিনেতারা যেমন আরুষ দত্ত, গোপীকৃষ্ণ বর্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুশ ভানসালি এবং আরও অনেকেই অভিনয় করেছেন। এক কথায় বলা যায় তারা ভালো অভিনয়ই করেছেন।

এই সিনেমাটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনিজ’ থেকে অনুপ্রাণিত। যা খুব সহজেই দর্শকদের মন ছুঁয়ে যাবে। এমনটাই আশা করছেন সিনেমার সমালোচকরা।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আমির খান #ইমরান খান #জেনেলিয়া ডি'সুজা