ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলা আরও তীব্র হয়েছে। বিমমান হামলার পাশাপাশি দখলদার বাহিনী এখন ত্রাণ প্রত্যাশীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। গতকাল বুধবার (১১ জুন) ৫৭ জন ত্রাণ প্রত্যাশীসহ ১২০ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল।
বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজায় এক দিনে ইসরাইলের হামলায় আরও ১২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৭ জন ত্রাণ প্রত্যাশীও রয়েছেন। তারা ত্রাণ নিতে এসে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া আহত হয়েছেন আরও ৪৭৪ জন।
আলজাজিরা জানায়, খাবারকে অস্ত্র বানিয়ে এ পর্যন্ত ত্রাণ কেন্দ্রগুলোতে ২২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছেন আরও ১ হাজার ৮৫৮ জন।
গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৫ হাজার ১০৪ জন; আহতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৯৪ জন। হাতহতের অধিকাংশই নারী ও শিশু। হাসপাতালগুলো হামলার কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রী।
এ অবস্থায় গাজায় ত্রাণ সরবরাহ নিয়ে বিশৃঙ্খলা কাটছে না। উপত্যকার অনেক এলাকায় এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্টি হামাস জানিয়েছে, ফিলিস্তিনিদের অভুক্ত রেখে হত্যা করতেই ‘ইচ্ছাকৃতভাবে’ ইসরায়েল ত্রাণ সরবরাহ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
এমএ//