বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি অভিনয় থেকে অবসর নেয়ার গুজব নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দিন আগে শোনা যাচ্ছিল, তিনি ‘মহাভারত’ সিনেমার পর অভিনয় ছাড়বেন। তবে এই গুজবটি একেবারে উড়িয়ে দিয়েছেন আমির।
পডকাস্টে আমির খানের মন্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। আমির খান বলেন, আমি কখনোই বলিনি ‘মহাভারত’ আমার শেষ সিনেমা হবে। আসলে আমাকে প্রশ্ন করা হয়েছিল, যদি আমি কোনও সিনেমা তৈরি করি এবং একসময় অভিনয় থেকে অবসর নিতে চাই, তবে সেটি কি হবে। এই 'যদি' শব্দটি খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমি ‘মহাভারত’ সিনেমার নাম নিয়েছিলাম। কিন্তু কিছু মানুষ ভুলভাবে ধরে নিয়েছে যে, এটি আমার শেষ সিনেমা হবে। আমার আসল বক্তব্য ছিল, যদি কখনো অভিনয় থেকে অবসর নিতে হয় তবে ‘মহাভারত’ আমার স্বপ্নের সিনেমা হতে পারে।
‘মহাভারত’ নিয়ে আমির খান আরও বলেন, এটি একটি বিশাল ও সংবেদনশীল প্রকল্প হবে এবং এটি তার জন্য জীবনের সবচেয়ে বড় সিনেমা হবে।
তিনি আরও জানান, ‘মহাভারত’ তৈরির পর হয়তো তাকে আর কোনও সিনেমা করতে হবে না। কারণ এটি সম্পূর্ণ করার পর তিনি মনে করবেন, তার চলচ্চিত্র যাত্রার সমস্ত কিছু এই সিনেমায় উঠে এসেছে।
এদিকে ‘মহাভারত’ নিয়ে এত বড় ঘোষণা দেওয়ার আগে আমির খান তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। যা চলতি মাসের ২০ জুন মুক্তি পাবে। ‘তারে জমিন পার’ সিনেমার সিক্যুয়েল হিসেবে এই সিনেমায় আমির খান একজন বাস্কেটবল কোচ চরিত্রে অভিনয় করছেন। তিনি একদল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রশিক্ষণ দেন এবং তাদের নিয়ে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘সিতারে জমিন পার’ সিনেমাটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’ এর রিমেক। এতে আমিরের পাশাপাশি নতুন ১০টি মুখের অভিষেক হচ্ছে। যাদের মধ্যে রয়েছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।
এসকে//