রাজনীতি

সিপিবিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় : রুহিন হোসেন প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশের অন্য গণতান্ত্রিক দলগুলোর মতো আমরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। নির্বাচন বিলম্বিত হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিবি।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে মিট দ্য প্রেসঅনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

প্রিন্স বলেন, ঢাকায় সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে বলেছিলাম এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপিও এটা চায়। এ ব্যাপারে আমাদের রাজপথে বা আলোচনায় ঐকমত্য হয়ে আছে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে বিচারের কাজ দৃশ্যমান করা ও প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা সম্ভব।  

তিনি বলেন,  এপ্রিলে যারা নির্বাচনের বিষয়ে বলছেন আমরা তাদের সঙ্গে একমত না। কারণ মনে করছি এপ্রিলে নির্বাচনের কালক্ষেপণ অপ্রয়োজনীয়। এই কালক্ষেপণের মধ্য দিয়ে আধিপত্যবাদী, সম্রাজ্যবাদী শক্তি করিডোর, বন্দর তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করে নিয়ে যেতে পারে, যা আমাদের দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। আর আগামী ফেব্রুয়ারির পর থেকে শবেবরাত, রোজা, পরীক্ষা ও আবহাওয়া এমন জায়গায় যাবে আমাদের দেশের বাস্তবতায় এটা কোনো উপযুক্ত সময় না। কোনো কারণে যদি আমরা এপ্রিল বা অন্য চেষ্টা করি, তাহলে এটা হয়তো আরও দূরে চলে যাবে

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত শুক্রবারের বৈঠক সম্পর্কে একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ সিপিবি নেতা বলেন, এই বৈঠকে কি হবে এটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঠিক করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দল ও মানুষের দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। বল এখন তাঁর কোর্টে।

কমরেড প্রিন্স বলেন, আমরা বামপন্থি দলগুলোসহ বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। বিএনপিও একই দাবি তুলেছে। এখন শুনছি, লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়েও আলোচনা হবে। সেখানে কী সমঝোতা হবে জানি না। তবে ড. ইউনূসকে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে তাঁর অবস্থান স্পষ্ট করতেই হবে।’      

প্রধান উপদেষ্টার লন্ডন সফরের প্রক্রিয়া ও উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে মন্তব্য করে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সেখানে তিনি কী জন্য গেলেন, দেশের জন্য কী অর্জন করে আসবেন- সেটা নিয়ে নানা কথা উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখছি। তারপরও বলবো- সেখানে তিনি কোনো বৈঠক করুন বা না করুন- নির্বাচন, সংস্কার ও বিচার প্রশ্নে তাঁকেই দৃশ্যমান ভূমিকা নিতে হবে। এটাই তার ওপর জাতির ম্যান্ডেট।

কাজেই দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে হবে এবং সেটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে। অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করতে হবে। বিচার কার্যক্রমও দৃশ্যমান হতে হবে

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিপিবি #প্রিন্স