তেহরানে এক রাতের আকস্মিক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি। এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করছে ইরান।
শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। এর মধ্যে আইআরজিসি’র সদর দপ্তরও লক্ষ্যবস্তু ছিল। হামলার সময় জেনারেল সালামি সেখানে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
জেনারেল সালামি ২০১৯ সাল থেকে আইআরজিসি’র নেতৃত্বে ছিলেন। পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারে তার বড় ভূমিকা ছিল। সিরিয়া, ইরাক ও লেবাননে ইরান যে সামরিক কার্যক্রম পরিচালনা করত, তা মূলত তার তত্ত্বাবধানে চলত।
এই মৃত্যুর খবর সামনে আসতেই ইরানজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গার্ড বাহিনী এবং ইরানের সেনাবাহিনী পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়—দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। বিশেষ করে, ইরানের পরমাণু পরিকল্পনা এবং আঞ্চলিক কৌশল বাস্তবায়নে গার্ড বাহিনী সব সময়ই অগ্রণী ভূমিকায় ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, তেহরানে হামলার পর বিস্ফোরণ এবং আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
বিশ্লেষকদের মতে, এই হামলা ইরান-ইসরাইল সম্পর্কে আরও উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও গভীর হতে পারে।
এমএ//