ইরানে আবারও নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে আরও দুইবার হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এবার সরাসরি ইরানের রাডার সিস্টেম ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোকেই টার্গেট করেছে ইসরাইলি যুদ্ধবিমান।
শুক্রবার (১৩ জুন) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এ হামলাটি ছিল তৃতীয় ধাপে পরিচালিত। এর আগেও দুই দফা হামলা চালিয়েছে ইসরাইল।
তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, রাজধানীর বিভিন্ন অংশ থেকে বিকট শব্দ শুনতে পাওয়া গেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তেহরানে নতুন করে ইসরাইলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় আকাশ প্রতিরক্ষা বাহিনীও সক্রিয়ভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে নিহত হয়েছেন দুই পরমাণু বিজ্ঞানী—মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এমএ//