আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘাত

হামলা নিয়ে যা বললো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার (১৩ জুন) সকালে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় এই পরিকল্পিত আঘাত হানা হয়। ঘটনার পর জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে। মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনার সময় এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংঘর্ষ এড়াতে দুই দেশকে যথাসম্ভব সংযম প্রদর্শনের পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে ইসরাইলের হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন, "ভোরবেলায় ইহুদিবাদী শাসকগোষ্ঠী ইরানের আবাসিক এলাকায় হামলা চালিয়ে তাদের নিষ্ঠুরতা আরও স্পষ্ট করে তুলেছে। এ আক্রমণের কঠিন মূল্য তাদের দিতে হবে।"

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এর বরাতে এই বিবৃতি প্রকাশ করেছে আলজাজিরা।

এদিকে তেহরানজুড়ে ফের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিবিসি এবং রয়টার্স জানায়, আকাশ প্রতিরক্ষা বাহিনী বিমান প্রতিহত করতে সক্রিয় রয়েছে এবং গোলাগুলির আওয়াজ শহরের বিভিন্ন এলাকায় শোনা গেছে।

এর আগে ইসরাইল ঘোষণা করে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের তথ্য অনুযায়ী, এই হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ইরান-ইসরাইল যুদ্ধ