পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের আশংকায় গলাচিপা ও দশমিনা উপজেলায় আগামী ১৫ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার (১৩ জুন) দুপুরে এ আদেশ দেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। পৃথকভাবে মাইকিং করে দশমিনা উপজেলায়ও একই আদেশ জারি করে দশমিনা উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ এবং রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের যুগপৎ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশেপাশের এলাকায় ১৩ জুন সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হলো। ওই সময়ে উল্লিখিত এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব ধরনের দেশি অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লিখিত আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে এক ফেসবুক পোস্টে বৃহস্পতিবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। চর বিশ্বাসসহ গলাচিপার বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় ভাঙচুরসহ অনেক নেতাকর্মীকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ বিষয় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, ‘নুরুল হক নুর এলাকায় অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এ ছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। তা ছাড়া বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছেন। এইসব উসকানিমূলক বক্তব্যের কারণে স্থানীয়রা লোকজন তার প্রতি ক্ষিপ্ত হতে পারেন।’
এদিকে দুই উপজেলায় ১৪৪ ধারা জারির পর র্যাব পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে।
আই/এ