ফুটবল

নাপোলিতে যোগ দিলেন ডি ব্রুইনা

ম্যানচেস্টার সিটিকে বিদায় জানানোর পর ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দিলেন কেভিন ডি ব্রুইনা।  দুই বছরের চুক্তিতে বেলজিয়ান এই মিডফিল্ডারকে দলে নিয়েছে ইতালিয়ান সিরি চ্যাম্পিয়নরা।

নাপোলির সভাপতি অরেলিও দে লরেন্তিস নিজের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে এ খবর নিশ্চিত করেছেন।  নিজের এক্স হ্যান্ডলে ডি ব্রুইনার সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করে নাপোলি সভাপতি লিখেছেন, ‘স্বাগত কেভিন।

ডি ব্রুইনার নাপোলিতে নাম লেখানোর খবর নিশ্চিত করা হয় ক্লাবটির যোগাযোগমাধ্যম হ্যান্ডলেও। মুকুট পরা ডি ব্রুইনার সিংহাসনে বসার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘কিং কেভ এখন এখানে।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রুইনা