এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর মাঠেই কান্নায় ভেঙ্গে পড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। ম্যাচ হারের পর চেলসির সব ফুটবলার আবেগপ্রবণ হয়ে পড়লেও সিলভার মাত্রাটা ছিলো অনেক বেশি। মাঠের চারদিকে হাঁটার সময় লুকিয়ে রাখতে পারেননি চোখের পানি।
বয়সের চাকা ৩৯ পেরিয়ে ৪০ এর কাছাকাছি এসেছে ফুটবল বিশ্বে ভদ্র ডিফেন্ডার হিসেবে পরিচিত সিলভার। এই বয়সেও প্রিমিয়ার লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে সামলাচ্ছেন চেলসির রক্ষণভাগ। তবে আগামী জুনেই হয়তো শেষ হবে সেই অধ্যায়।
গুঞ্জন চলছে মেয়াদ শেষে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ব্রাজিলের সাবেক এই অধিনায়ক। তাই সিলভা হয়তো চেয়েছিলেন বিদায় বেলায় একটা ট্রফি উঁচিয়ে বিদায়টা রঙিন করতে। কিন্তু ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলের হারে ভঙ্গ হয়েছে মনের সেই বাসনা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন হারের ক্ষত। পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন চেলসির সমর্থকদের।
ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ম্যানচেস্টার সিটি জয় পেলেও ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েছিল চেলসি। প্রথমার্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে শট রাখতে পারেনি একটিও। কিন্তু ওই সময় চেলসি ৩টি শট লক্ষ্যে ছিল।
এর মধ্যে ২৯ মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি নিকোলাস জ্যাকসন। সেনেগালের এই স্ট্রাইকার সিটি গোলকিপার ওর্তেগাকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি।
সিটির হয়ে একমাত্র গোলটি আসে বের্নার্দো সিলভার পা থেকে। ম্যাচের ৮৪ মিনিটে চেলসি বক্সে বাড়ানো ডি ব্রুইনা ক্রস, গোলকিপার পেত্রোভিচ পা রুখে দিলে চলে যায় সিলভার কাছে। জোরালো শটে বল জালে পাঠিয়ে সিটিকে উচ্ছ্বাসে ভাসান পর্তুগিজ এই ফরোয়ার্ড।